Jyoti Karmakar posted an update in the group
Friends forever 1 year, 11 months ago
আমার লেখা কবিতা
নগরীর পথে পথে ঘড় খোজা হল শুধু,
হলো না কো বাঁধা।
গাড় কুয়াশার চাদর ছিঁড়ে,
দেখেছি শুধু বিষাক্ত পার্থেনিয়াম ঝোপ,
দেখা হল না – শরতের ঘাসে শিউলির স্তুপ ।
মাটির টানে , কলমির ঘ্রানে –
ফিরে ফিরে আসি পাড়াগাঁয়ে নির্বাসিত চেতনায়।
এখানে হাইরাইজে আকাশ ছোঁয়ার কোনো তারা নেই –
নেই চৌরাস্তায় শ্যাটলের চিৎকার;
গোধূলীর আকাশে শঙ্খচিল ডানা ঝাপটায়,
কির্তনের স্থবির সুর মেশে যায় তাসের বচসায়,
প্রপ্ত অবহেলা অনেক জমা আছে শহুরে ব্যস্ততায় –
নাহয় বিলীন হব অশ্বথের নিবিড় ছায়ায় ।